চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ খাদিজার মৃত্যু

চাঁদপুর শহরের কোড়লিয়ায় লাইনের গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬ জনের মধ্যে গৃহবধূ খাদিজা আক্তার (৩২) চিকিৎসারত অবস্থায় পাঁচদিন পর মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ইমাম হোসেন সরদার।
খাদিজার মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুফাত ভাই মাহমুদুল হাসান জীবন। তিনি বলেন, গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে পরিবারের ৬ জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সকলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি গুরুতর ছিল। পাঁচ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যায়। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েছে। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মূলত তিনি দগ্ধ হন।
গত ৯ মার্চ এই ঘটনায় অগ্নিদগ্ধ অন্যরা হলে-আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), মেজো ছেলের স্ত্রী নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। বর্তমানে তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।