টাঙ্গাইলে ছেলের হাতে মা খুন

টাঙ্গাইলের মধুপুরে রেজিয়া খাতুন (৫০) নামের এক নারীকে তার ছেলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ছেলে রাজীব (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় মধুপুরের মহিষমারা ইউনিয়নের শালিখা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব ইফতারের পর তার মায়ের কাছে নেশার জন্য টাকা চান। টাকা না দেওয়ায় মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে নিয়ে মরদেহ পুঁতে রাখার সময় তার স্ত্রী শোভা (২৬) বাধা দেন। এ সময় রাজিব তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা রাজীবের স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি এমরানুল কবীর আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে রাজিব পলাতক রয়েছেন। রাজীবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।