সিরাজগঞ্জে শিশু নির্যাতন, তারেক রহমানের নির্দেশে আইনি সহায়তায় প্যানেল গঠন

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আইনি সহায়তা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই প্যানেল কাজ শুরু করে দিয়েছে।
আজ শনিবার (১৫ মার্চ) সকালে এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
আইনজীবী প্যানেলে রয়েছেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল, অ্যাডভোকেট খন্দকার আবদুল মতিন ও অ্যাডভোকেট আঁখি পারভীন।
অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হচ্ছে, ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে যে মামলা করেছেন, সেখানে বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনগত পদক্ষেপ, আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমানের নির্দেশে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে আইনজীবী প্যানেল ইতিমধ্যে আলোচনা করেছে। এছাড়া শিশুটির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে ইতোমধ্যে আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে, যেন প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়। আমরা আজ শনিবার শিশুটির পরিবার, হাসপাতালে ও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করে কথা বলেছি।
গত রোববার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনায় জড়িত কিশোর মোহাম্মদ আলীকে গতকাল শুক্রবার দুপুরে পাবনায় মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।