আমরা স্বাধীনতা এনেছি, রক্ষার দায়িত্ব যুবকদের : অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করতে পারলে আপনারা কেনো এই স্বাধীনতা রক্ষা করতে পারবেন না। আমরা স্বাধীনতা এনে দিয়েছি এবার রক্ষা করা যুবকদের দায়িত্ব।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমদ এসব কথা বলেন।
এলডিপির চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের নির্বাচনে যে সকল ডিসি, এসপি কর্মরত ছিল, সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছে, তদের বহিষ্কার করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব এখনও বহিষ্কার করতে পারেনি। ডক্টর ইউনূস সাহেব ভয় পায়, সাহসের অভাব, ভয় পাইলে দেশ পরিচালনা করতে পারবেন না। একদিন বাঁচলে সিংহের মতো বাঁচুন, কাপুরুষের মতো বেঁচে থেকে লাভ নেই।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে এবং আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা সভাপতি আইনুল কবির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাফর, বাশঁখালী পৌরসভা সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা সভাপতি মাহমুদুল হক চৌধুরী, পটিয়া জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দোহাজারী পৌরসভা সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা সহসভাপতি সামশুল আলম সিকদার, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা সাধারণ সম্পাদক আকতার হোসেন, পটিয়া পৌরসভা যুগ্ম আহ্বায়ক ডা. রিজুয়ান আজাদ, গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, আমিনুল হক তানিম, নাদেরুজ্জামান, সেলিম উদ্দিন প্রমুখ।