টিসিবির পণ্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
গতকাল শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের কার্ক্রম চলছিল। এ সময় ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা টিসিবির অবিক্রীত পণ্যগুলো ভাগাভাগি করে নেন। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন পরিষদে গিয়ে প্রতিবাদ জানান এবং অবিক্রীত পণ্যের কিছু অংশ দাবি করেন। এসময় উভয়পক্ষই বাকবিতণ্ডায় জড়ালে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন তার অনুসারীরাদের নিয়ে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিলেন। এ সময় আসাদ সরকারের অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় ১০ জন আহত হন এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন বলেন, ‘টিসিবির অবিক্রীত পণ্য ভাগ করে নেওয়ার প্রতিবাদ করায় আসাদ সরকারের অনুসারীরা হামলা ও ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার আগ মুহূর্তে পুনরায় তারা পুলিশের উপস্থিতিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।’
তবে বিএনপি নেতা আসাদ সরকার এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মিল্টন হোসেনের অনুসারীরাই তাদের ওপর হামলা করেছে। নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে দায় চাপানোর চেষ্টা করছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষ অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।