কুমিল্লায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নির বাসায় অভিযান

কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার এলাকায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। আজ রোববার (১৬ মার্চ) বিকেল পৌনে ৪টায় অভিযান পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী এই অভিযানে বাড়ির ভেতর আসবাবপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি।
সরেজমিনে রোববার বিকেল পৌনে ৪টায় কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি মাজার সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পুলিশের গাড়ি, সঙ্গে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। মাজার সংলগ্ন ফেরদৌসি ভিলায় বসবাস করতেন অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও তার পরিবার। বাড়ির মূল ফটক বন্ধ ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতে বাড়ির ফটক খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা। এ সময় বাড়ির দোতলায় গিয়ে সেখানে একটি আলমারি ভেঙে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি।
অভিযানের পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের বাসায় অবৈধ কিছু রয়েছে, এমন খবরে আমরা স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান শেষে উল্লেখ করার মতো তেমন কিছু পাওয়া যায়নি।’

গত বছরের ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী। এর আগে গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন তিনি।