ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) নর্থ হলিউডের আরসি সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির নবনির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। মাহফিলটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান। অনুষ্ঠানের বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি আফজাল হোসেন শিকদার।
এসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মুশফিকুল চৌধুরী খসরু, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনচারী চপল, মাহতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, শামছুন খান লাকি, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহম্মেদ রাসেল, বদরুল আলম মাসুদ, লোকমান হোসেন, ইলিয়াস মিয়া, কামাল হোসেন তরুণ, মহিউদ্দিন বাবর, জন মোহন, সারোয়ার খান বাবলু, ওমর ফারুক মাসুম, সুমেন আহম্মেদ, আরিফুজ্জামান, সেলিনা খান, সারজিল বিন ইউসুফ, ওমর ফারুক টিটু, শাহারিয়ার রাহাতসহ প্রমুখ।