২৩৯ বিডিআর সদস্যের জামিন সংক্রান্ত আদেশ ১০ এপ্রিল

পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে আটক থাকা ২৩৯ জন বিডিআর সদস্যের জামিন সংক্রান্ত আদেশের জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৭ মার্চ) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ দিন ধার্য করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, জামিনের আবেদনে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের পাশাপাশি একজনের ডাবল নাম জমা পড়েছে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের জামিনের বিষয়টি এখানে সুরাহা হবে না। আবেদনের ক্ষেত্রে তাদের আইনজীবীদের সতর্ক থাকা উচিত ছিল।
এদিকে গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত। পরে ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তারা।
এজাহারে বলা হয়েছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপরে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।