মাজার ভাঙচুর বরদাশত করা হবে না : রিজওয়ানা হাসান

দেশে কোনো ধরনের মাজার ভাঙচুর বরদাশত করা হবে না ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভাশেষে আজ সোমবার (১৭ মার্চ) রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা লক্ষ্য করছি- মাজার ভাঙার নামে একটা নৈরাজ্য চলছে। মাজার ভাঙার অপরাধে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আইনের মুখোমুখিও করা হচ্ছে। তবে, সরকার এখন সবার উদ্দেশে সতর্ক করে দিয়ে বলতে চায়, এই মাজার ভাঙার বিষয়ে আর কোনোভাবে বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০২০ এর সংশোধনী আনার লক্ষ্যে আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা হয়। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা মাজার ভাঙচুরের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনী আনার ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি ধরে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা অনুযায়ী আমদানি ও সরবরাহ ঠিক রাখা এবং বাজার মনিটারিংয়ের জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’ তিনি জানান, সভায় বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছুসংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে করে ধর্ষণসহ অন্যান্য মামলার বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়।