ঢামেক হাসপাতালের আগুন নিভে গেছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আগুন নিভে গেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৭ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
খালেদা ইয়াসমিন বলেন, আমরা খবর পেয়ে রওনা করি। তবে দুর্ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ চলে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।