নজরুল ইসলাম খানের সহধর্মিণীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, শ্রমিকনেতা ও জোটের লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ১২ দলীয় জোট।
১২ দলীয় জোটের নেতারা আজ মঙ্গলবার (১৮ মার্চ) জোটের এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১২ দলীয় জোটের নেতারা কামনা করেন, রমজান মাসের উসিলায় রাব্বুল আলামিন যেন মরহুমার ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মোকামে অধিষ্ঠিত করেন।
শোক বার্তায় স্বাক্ষর করেন ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান উন্নয়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান।
নজরুল ইসলাম খানের সহধর্মিণী আলিফা আকতার কান্তা ইসলামের (৭০) আজ ইফতারের আগে ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।