নিখোঁজের ৩ দিন পর দুই যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের তিন দিন পর দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বেড়াদহ বেইলি ব্রিজ এলাকায় কচুরিপানার ভিতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল তৈরি করছিল পুলিশ।
নিহত যুবকরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ শেখ (১৯)।
নিহত হৃদয় শেখের ভাই ইসমাইল হোসেন বলেন, গত রোববার রাত থেকে হৃদয় ও রিয়াজ নিখোঁজ হন। আমরা আত্মীয়স্বজন ও বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করেও সন্ধান পাইনি। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ বিকেলে এলাকার লোকজন তাদের দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে আমি ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার রাত থেকে তারা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। র্যাব-পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তাদের উদ্ধারে চেষ্টা করা হয়। আজ বিকেলে স্থানীয়রা বেড়াদহ বেইলি ব্রিজ এলাকায় কচুরিপানার ভেতরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।