দেবিদ্বারে হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় মো. আল আমিন (২৮) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ৩টায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে তার (আল আমিন) শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের চেয়ারম্যান বাড়ির মো. হারুন মিয়ার ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সদস্য।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, গ্রেপ্তার আল আমিনের নামে দেবিদ্বারে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং রুবেল ও ছাব্বির হত্যাসহ ৪টি মামলা রয়েছে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও এবং গুলিবর্ষণের অভিযোগ রয়েছে আল আমিনের বিরুদ্ধে।
ওসি শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস আরও বলেন, শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করেছি। আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।