সরকারি অফিসের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটকের এলইডি সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) মূল ফটকে এই দৃশ্য দেখা যায়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি অফিসের মূল ফটকের এলইডি সাইনবোর্ডে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েন জনতা ও রাজনীতিবিদরা। সকলেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটকে এসে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইনটা (বিদ্যুৎ সংযোগ) কেটে দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এখানে কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, নাকি অফিসের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে জানবো।’
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিল রহমান খান বলেন, তদন্তের পর এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।