সুন্দরবনে আরেক এলাকায় আগুন

প্রতীকী ছবি
সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার পর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়।
আজ রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখা মাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।’
এর আগে গতকাল শনিবার (২২ মার্চ) সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। আজ রোববার সকালে সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব।