ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ভোলার চরফ্যাশনে ঈদের কেনাকাটা করতে গিয়ে বাজারের একটি দোকানে ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের পর আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টায় চরফ্যাশনের শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনার মামলায় আরও দুজনকে আসামি করা হয়। তারা হলেন ওই ইউনিয়নের সুমন ও ওই এলাকার বাসিন্দা স্বাধীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই কিশোরী ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে যান। এ সময় তার ব্যবহৃত মোবাইলফোনে চার্জ শেষ হয়ে যায়। এরপর সে মোবাইলফোনে চার্জ দিতে ব্যবসায়ী সুমনের দোকানে যান। সেখানে আসামি রফিকুল তার সহযোগী স্বাধীনকে পাহারায় রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তবে দোকানের মালিক সুমন ও স্বাধীন পলিয়ে যান।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলা করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ওই কিশোরীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’