চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়েছে। একই সময়ে উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিস।
আজ সোমবার (২৪ মার্চ) সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। একই সময়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আকতার ও প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী।
সোমবার দুপুরে সন্ধীপ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।