অধ্যাপক আয়েশা সিদ্দিকা আর নেই

বাকৃবির প্রাণ রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আয়েশা সিদ্দিকা। ফাইল ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাণ রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আয়েশা সিদ্দিকা (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২৪ মার্চ) অসুস্থ অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আয়েশা সিদ্দিকা।
জানা গেছে, আজ বাদ জোহর বনানী কবরস্থানে অধ্যাপক আয়েশা সিদ্দিকাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক মেয়ে রেখে গেছেন।