রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের কথা ভাবতে হবে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আগে রাষ্ট্র সংস্কার ও জন-আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে।’
গতকাল সোমবার (২৪ মার্চ) পটুয়াখালী শহরের জেলা পরিষদ শিশুপার্কে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।
‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট দল’ উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেছেন, ‘৭১ এ স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা ছিল, তবে মুক্তিযুদ্ধের চেতনার নামে সেই চেতনাকে বিক্রি করে দেশ স্বাধীন হওয়ার পর একদলীয় বাকশাল কায়েম করে গণতন্ত্রকে কবর দিয়েছিল।’
নুরুল হক নুর আরও বলেন, ‘গত ১৬ বছরে রাজনৈতিক বিভেদের কারণে আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারিনি, এমনকি আত্মীয়-স্বজনের জানাজা বা মিলাদ মাহফিলে যেতেও বাধার সম্মুখীন হয়েছি। আওয়ামী লীগ দেশের রাজনৈতিক সংস্কৃতিকে এতটাই বিভক্ত করেছে যে, ভিন্ন মতাদর্শের মানুষ একত্রিত হতে পারছে না।’
ডাকসু সাবেক ভিপি নুর বলেন, ‘গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ করতে পারেনি, যার ফলে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান স্পষ্ট বার্তা দিয়েছে যে, এই দখলদার সরকার ও দলীয়কৃত রাষ্ট্রব্যবস্থা আর টিকবে না।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিন।’
গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সভায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।