বদলগাছীতে আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

বদলগাছীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগনেতা আবু খালেদ বুলুকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। ফাইল ছবি
নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক মামলায় আবু খালেদ বুলু নামের এক আওয়ামী লীগনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবু খালেদ বুলু বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
আজ মঙ্গলবার সকালে মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার আসামি। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’