জুলাই আন্দোলনে আহত শিশুদের ঈদ উপহার দিল বিপিএ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আজ মঙ্গলবার জুলাই আন্দোলনে আহত শিশুদের ঈদ উপহার বিতরণ করে বিপিএ। ছবি : এনটিভি
জুলাই আন্দোলনে আহত শিশুদের ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) এক অংশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সেমিনার হলে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিপিএ’র সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিভক্ত হয়ে যাওয়া বিপিএকে এক করতে হবে। আন্দোলনে আহত শিশুদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কর্মক্ষম হওয়া পর্যন্ত তাদের প্রতি নজর রাখতে হবে। লোক দেখানো কিছু করে হবে না। তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।’
বিপিএর সভাপতি অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ ডা. আতিয়ার রহমানসহ অন্যান্যরা।