খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে নয়নজুলি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় ওলিউর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন।
সূত্র জানায়, কয়েক দিন আগে নয়নজুলি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছিলেন ওলিউর রহমান। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন ওলিউর রহমান নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান ও বাঁধ সরিয়ে নেওয়ার জন্য কয়েক দিন সময় নেন।
তবে সেই সময় পার হলেও ওলিউর রহমান বাঁধ সরিয়ে নেননি। এ কারণে আজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওলিউর রহমানকে ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩ ধারায় অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বাঁধের মাটি দুদিনের মধ্যে অপসারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে মাটি অপসারণ না করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।