জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে : নাসীরুদ্দিন পাটোয়ারী

আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেছেন, ৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, কোনো পেশিশক্তির নির্বাচন হবে না, টাকা বানিয়ে রাজনীতি হবে না, আগামী নির্বাচন পোস্টার লাগিয়ে জয়ী হওয়া যাবে না।
নাসীরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, ৫ আগস্ট যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন, তেমনি ভাবে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে আমাদের জয় হবে। এই জয়টা কোনো ব্যক্তির জন্য চাই না, এই জয়টা কোনো পরিবারের জন্য নয়, এই জয় কোনো মাফিয়াতন্ত্রের জন্য চাইনা। এই জয় আমরা চাই মাফিয়া, টেন্ডারবাজ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। আল্লাহ সহায় হলে এই জয় হবে তরুণদের।
এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।