জুলাই অভ্যুত্থানে আহতদের পক্ষ থেকে চিকিৎসকদের কৃতজ্ঞতা স্মারক

জুলাই অভ্যুত্থানে আহতদের পক্ষ থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকদের কৃতজ্ঞতা স্মারক উপহার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতাল ভবনে এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ‘রক্তাক্ত জুলাই ৩৬’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের আহতরা এই স্মারক তুলে দেন।
সম্মাননা স্মারকপ্রাপ্ত চিকিৎসকরা হলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল, ভিট্রিও রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবার কো-অর্ডিনেটর ডা. যাকিয়া সুলতানা নীলা, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেজবাহুল আলম, কর্নিয়া বিভাগের অধ্যাপক ডা. আব্দুল কাদের, জুনিয়র কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার সরকার ও ডা. আবিদ মজিদ। চিকিৎসক ছাড়াও ফটোগ্রাফার শামসুল আলমকেও এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজক রোগীদের একজন আলাল আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আহতদের সেবায় চক্ষুবিজ্ঞান হাসপাতালের চিকিৎসকরা ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে অসংখ্য আহত রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখনও নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তাঁরা। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
ভিট্রিও রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবার কো-অর্ডিনেটর ডা. যাকিয়া সুলতানা নীলা বলেন, ‘জুলাইয়ের শহীদ ও আহতরা আমাদের সম্পদ। আমাদের চিকিৎসায় সুস্থ হওয়া জুলাই যোদ্ধারা আমাদের সেবার স্বীকৃতি ও কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা স্মারক দিয়েছে, এটি সত্যি আনন্দের।’
সম্মাননা স্মারক প্রদানের সময় আহতদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সেলিম আহমেদ, সালমান ও মতিন।
এর আগে ২০ মার্চ সিলেটে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন জুলাই আহতরা । শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে সেখানে বিভিন্নজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।