মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেত্রকোনা পৌর শহরের পথচারী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে পিকআপভ্যানে ঘুরে ঘুরে বিনামূল্যে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করছেন এক যুবদলনেতা।
পবিত্র মাহে রমজানের শুরু থেকে অদ্যাবধি নেত্রকোনা পৌরসভার নয়টি ওয়ার্ডে রোজাদারের পাশে থেকে পানিসহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপির নমিনি ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি যুবনেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
রনি খান জানান, পথচারী এবং নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ যাতে রোজা রেখে একটু ভালো ইফতার করতে পারে, সেজন্যই ব্যক্তিগতভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছেন তিনি। সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রোজার প্রথম দিন থেকে রোজার শেষ দিন পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এদিকে বিনামূল্যে বিশুদ্ধ পানিসহ সুস্বাদু ইফতার সামগ্রী হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে উঠে তৃপ্তির হাসি। ইফতারের আগ মুহূর্তে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে শ্রমিক, রিকশাচালক,, ভ্যানচালক, ট্রাকচালকসহ পথচারীরাও বাদ যায়নি ইফতার সামগ্রী বিতরণ থেকে। প্রতিদিন শতাধিক মানুষের মাঝে তা বিতরণ করা হয়েছে। চলতে পথে ইফতার সামগ্রী হাতে পেয়ে কেউ কেউ দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছেন আয়োজকের জন্য। বিনামূল্যে ইফতার পেয়ে যেমন খুশি উপকারভোগীরা, তেমনি পৌরসভা জুড়ে প্রশংসায় ভাসছেন ভালো কাজের উদ্যোক্তা যুবনেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
ভ্যানচালক খলিল বলেন, ‘রোজা রেখে সারা দিন ভ্যান চালিয়ে ক্লান্ত হইয়া পড়ছিলাম। চলতি পথে ইফতার বিতরণ করা দেখতে পাইয়া আমিও গিয়া এক প্যাকেট নিয়া আসছি। অনেকদিন পরে ভালো ইফতার খাইতে পারবাম আইজ।’
জেলা বিএনপিনেতা ইসলামউদ্দিন খান চঞ্চল বলেন, ‘অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। রোজার শুরু থেকে প্রতিদিন রোজাদারের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করে আব্দুল্লাহ আল মামুন খান রনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ উদ্যোগে এক মাস ইফতার বিতরণ- এটি একটি ব্যতিক্রমী আয়োজন।