দেশে নতুন করে আবারও শনাক্ত হয়েছে বার্ড ফ্লু

দেশে নতুন করে আবারও শনাক্ত হয়েছে বার্ড ফ্লু। যশোরের একটি মুরগির খামারে এই বার্ড ফ্লু পাওয়া গেছে বলে আজ বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।
এ বিষয়ে ফরিদা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়ে। ২০১৮ সালের পর আবারও বাংলাদেশে এই ফ্লু শনাক্ত হওয়ার খবর এটাই প্রথম। এ খবর ছড়িয়ে পড়ার পর খামারিদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
ফরিদা আক্তার বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এই ফ্লু বিস্তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা যশোরের খামারটি পরিদর্শন করেছেন এবং ফ্লুটি কীভাবে বাংলাদেশে এসেছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
এর আগে ২০০৭ সালের মার্চে বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয়। সে বছর ১০ লাখেরও বেশি মুরগি এই ফ্লুয়ের কারণে মেরে ফেলা হয়। ২০০৮ সালের মে মাসে বাংলাদেশে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে।