সুনামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে জেডআরএফের ঈদ সামগ্রী বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৯ মার্চ) সুনামগঞ্জে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের স্বজনসহ সারাদেশে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় ও সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন ও সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলামের তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি, এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান, জেলা ছাত্রদল নেতা মুজাম্মেল মিনহাজ এবং মুরসালীন প্রমুখ।