যমুনা সেতু এলাকায় ১৩ কিলোমিটার যানজট, স্বাভাবিক হচ্ছে সকাল থেকে

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ মার্চ) মধ্যরাত থেকে এ যানজটের সৃষ্টি হয়। তবে এটি আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে, অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে আজ সকাল থেকে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে একসঙ্গে চার লেন দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন পারাপারের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল জানান, রাতে সেতুর ওপর দুটি গাড়ি বিকল হয়ে পড়ে। বিকল গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু সেতুতে ঢাকাগামী লেন বন্ধ করে শুধু উত্তারঞ্চলের গাড়ি পার হতে দিলে সকাল ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আহসানুল পাভেল আরও জানান, শুক্রবার (২৮ মার্চ) দিনগত রাত ১২টা হতে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।