ঈদে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি লোগো। ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপি নেতারা। একই সঙ্গে ফাতেহা পাঠ করা হবে।
আজ রোববার (৩০ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।
এ বিষয়ে পুলিশ প্রশাসনে সার্বিক সহযোগীতার জন্য একটি চিঠিও দেওয়া হয়েছে। এতে সিনিয়র নেতৃবৃন্দকে বহণকারী গাড়ি মাজার প্রাঙ্গণে প্রবেশের অনুমতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ চিঠিতে স্বাক্ষর করেন।