কূটনৈতিক দল নিয়ে রুশ রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোখিন তার কূটনৈতিক দলের ২০ জন সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ-উল-ফিতরের ছুটিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সুন্দরবন পরিদর্শন করেছেন।
বন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের দীর্ঘ ঈদের ছুটিতে সুন্দরবনে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। এই ছুটিতে সময় কাটাতে রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধিদল সুন্দরবনের নির্মল পরিবেশকে বেছে নিয়েছেন।
সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে তারা ১ ও ২ এপ্রিল সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
বন কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন থেকে, কেবল করমজল নয়, সুন্দরবনের আরও ছয়টি প্রধান পর্যটন কেন্দ্রে ১০ হাজারের বেশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকের আগমন ঘটেছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যা বিপুল সংখ্যক প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। করমজল বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে হরিণ, কুমির, বানর ও কচ্ছপ। ঘন বনের মধ্যে প্রতিধ্বনিত এসব প্রাণীদের ডাকে দর্শনার্থীরা মুগ্ধ হন।
রাশিয়ার রাষ্ট্রদূত তার কূটনৈতিক দলের সদস্য এবং তার পরিবারের সদস্যদের নিয়ে একটি সরকারি সফরের অংশ হিসেবে করমজল পরিদর্শন করেন। তারা সুন্দরবন এবং এর বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ, কুমির ও বানরের সৌন্দর্যের প্রশংসা করেন।
গভীর বনের রোমাঞ্চকর সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রতিনিধিদলটি ওয়াচ টাওয়ারে আরোহণ করে যেখান থেকে সুন্দরবনের বিশাল সবুজ সমারোহ ও অনন্য প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন করমজল পর্যটন ও বন্যপ্রাণী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, এই ঈদের ছুটিতে সুন্দরবনে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। তাদের মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন বিদেশি অতিথি করমজল পরিদর্শন করেছেন।