সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে সাভারের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের চোখ ফাঁকি দিতে সোহেল রানা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ‘ভারতে আছেন’ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিষাদগার করে আসছিলেন।
ওসি মোহাম্মদ জুয়েল মিঞা আরও জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার ভোরে সোহেল রানাকে সাভারের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে সোহেল রানাকে আদালতে পাঠানো হবে।