ঈদের ছুটি শেষে খুলেছে নিম্ন আদালত

টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে নিম্ন আদালত। ঈদের পর প্রথম কর্মদিবসে ফিরেছে কর্মচাঞ্চল্য।
আজ রোববার (৬ এপ্রিল) পুরান ঢাকার সিএমএম আদালত, জজকোর্ট ও মহানগর দায়রা আদালতে এ চিত্র দেখা গেছে।
আদালতসূত্রে জানা যায়, টানা ৯ দিনে অনেক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। জামিন অযোগ্য মামলার অনেক শুনানি আজকে হবে এবং আদালতে কাজের চাপ বেড়েছে।
জিআর সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল নির্বাহী ছুটি দেওয়া হয়েছে। কিন্তু কিছু মামলার হাজিরা ছিল। আজ সে মামলার হাজিরা ও শুনানি আছে। এতে কাজের চাপ বেড়েছে।
ঢাকা বারের আইনজীবী মাহফুজ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম। আজ মক্কেলের শুনানি আছে। তাই রাতে ঢাকা চলে এসেছি। তিনি বলেন, এবার ৯ দিনের ছুটি মিলেছে। তাই ঢাকায় মোটামুটিভাবে সবাই চলে এসেছে এবং কাজের চাপ অনেক বেড়েছে।
বিচারপ্রার্থী জগন্নাথ শীল বলেন, মামলার হাজিরা আছে, তাই নরসিংদী থেকে এসেছি। তিনি বলেন, কোর্ট খালি মনে করেছিলাম। কিন্ত এসে দেখি অনেক মানুষের ভিড়।
ঢাকার সিএমএম আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার বলেন, আজ ঈদের পরে প্রথম অফিস। আদালতে আজকে মামলার চাপ রয়েছে। ৩ এপ্রিল ক্যালেন্ডারে খোলা ছিল। কিন্তু সরকার বন্ধ দিয়েছে নির্বাহী আদেশে। সে তারিখের মামলার শুনানি আজ হবে। তাই দুই তারিখের হাজিরা, শুনানি আজ হবে। তাই আদালতে ভিড় বেশি দেখা যাচ্ছে।