টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফ থেকে সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক জেলে যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটেছে নাফ নদের পাড়ে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, আহত যুবকের নাম মো. ফিরোজ (৩০)। তিনি আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে।
পরিবারের বরাত দিয়ে লালু আরও জানান, আজ দুপুরে ফিরোজ জাল নিয়ে নাফ নদের হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে লোকজন তাঁকে উদ্ধার করে কুতুপালংয়ের এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
উখিয়া-৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজ দুপুরে শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক ফিরোজের পা বিচ্ছিন্ন হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।