বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ১৮

রোববার রাতে রাজধানীর বংশাল নাজিম উদ্দিন রোডের পাঁচতলা ভবনে আগুন লাগে। ছবি : ইউএনবি
রাজধানীর বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় পাঁচতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। আজ সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টার রাত ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।
খায়রুল ইসলাম রনি বলেন, বংশাল নাজিম উদ্দিন রোডের মাকরোশা মাজারের পাঁচতলা ভবনের নীচ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ও লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর ৫টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ১৮ জন আহত হয়েছেন।