ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ও চরসামাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের মেয়ে তামান্না (১৩), একই ওয়ার্ডের মো. মহিউদ্দিনের ছেলে তানজিল (৮) ও সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দি গ্রামের বাসিন্দা মো. রুবেল চৌধুরীর ছেলে মো. জিসান (৬)।
নিহত তামান্না ও তানজিলের স্বজনরা জানান, মাছ চাষ করার জন্য বাড়ির পাশের পুকুরে খাল থেকে পানি প্রবেশ করাচ্ছিল স্থানীয়রা। এ সময় তানজিল সেখানে খেলতে গিয়ে স্রোতের মুখে ডুবে যায়। তাকে বাঁচাতে তামান্না ঝাঁপ দিলে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মৃত জিসানের চাচা মিলন চৌধুরী বলেন, ঘরের পাশের পুকুরে জিসান হঠাৎ পিছলে পানিতে পড়ে গেলে সাহায্যের জন্য পাশে থাকা বড় বোন চিৎকার করে লোকজন ডাকে। কিন্তু ঘরের পাশে স-মিল চালু থাকায় চিৎকারের শব্দ কারও কানে পৌঁছায়নি। পরে জিসানকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পৃথক দুই ঘটনায় ভোলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।