ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের প্রখ্যাত ব্যক্তির তালিকায় সাবেক ব্রিটিশ সেনা আজাদ

যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনীতে যোগদানকারী ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম ব্যক্তি ও সাবেক ব্রিটিশ সেনা মাহমুদ শওকত আজাদকে ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত ব্যক্তি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য বাতায়ন ওয়েব পোর্টালে অন্তর্ভুক্ত করেছে জেলা প্রশাসন। এর আগে তাকে সদর উপজেলার ওয়েব পোর্টালে বিশিষ্ট ব্যক্তির মর্যাদা প্রদান করে তার তথ্য প্রকাশ করেছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সরকারি ওয়েবসাইট সূত্রে জানা যায়, মাহমুদ শওকত আজাদের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার মৌড়াইলে। তিনি জেলার সর্বপ্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনীতে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। জন্মসূত্রে বাংলাদেশি আজাদ স্থান করে নিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে, রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। সৈনিক জীবনে তিনি অত্যাধুনিক ব্রিটিশ সমরাস্ত্র ওপর দক্ষতার সাথে প্রশিক্ষণ লাভের মাধ্যমে ফিল্ড ট্রেনিং সফলতার সাথে শেষ করেন। এছাড়া যুক্তরাজ্যে বিভিন্ন সেনা ব্যারাকে বিভিন্ন মিলিটারি প্রশিক্ষণ সম্পন্ন করেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণগুলোর মধ্যে ছিল—কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও নিউক্লিয়ার (CBRN) টেস্ট ইত্যাদি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক মো. শওকত আলীর ছেলে মাহমুদ শওকত আজাদ। ২০০৭ সালে যুক্তরাজ্যের বৈধ অভিবাসী হিসেবে কমনওয়েলথভুক্ত সদস্য দেশের নাগরিক কোটায় ব্রিটিশ সেনাবাহিনীর রয়েল সিগন্যালস রেজিমেন্ট এ যোগদান করেন। একজন রেডিও সিস্টেমস অপারেটর হিসেবে তাঁর পদবি ছিল সিগনাল্লার। পরবর্তী ধাপে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম এর সুইনারটন ট্রেনিং ক্যাম্প থেকে দ্বিতীয় ন্যাশনাল ব্রিগেড ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস অপারেশনের ওপর ক্লাস তৃতীয় ট্রেড সার্টিফিকেট অর্জন করেন। সৈনিক জীবনের পাশাপাশি আজাদ পড়াশোনাতেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে আইন ও মনোবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব স্কটল্যান্ড থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ব্রিটিশ চেম্বার্স অব কমার্স কর্তৃক ফাউন্ডেশন এ্যাওয়ার্ড ইন ইন্টারন্যাশনাল ট্রেড সনদ লাভ করেন।
ব্রিটিশ সেনাবাহিনীতে কৃতিত্বের সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ আজাদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক হার ম্যাজেস্টি আর্মড ফোর্সেস ভেটেরান ল্যাপেল ব্যাজ পান। বর্তমানে আজাদ স্কটল্যান্ডের রয়েল স্কটস আর্মি ক্লাবের আজীবন সদস্য, লন্ডনের ভিক্টোরি সার্ভিসেস আর্মি ক্লাব (VSC), ইউনিয়ন জ্যাক (UJC) আর্মি ক্লাবের সম্মানিত সদস্য ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে অবস্থিত বিখ্যাত ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অব আমেরিকা (NRA) কর্তৃক সনদপ্রাপ্ত আজীবন সম্মানিত সদস্য। তাঁর এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাকে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য প্রখ্যাত ব্যক্তিদের সাথে জেলা প্রশাসনের পোর্টালে স্থান দিয়েছে। ছাত্রজীবনে ঢাকাস্থ সেইন্ট জোসেফ হাই স্কুল ও ঢাকা কলেজের শিক্ষার্থী আজাদ যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনী থেকে অবসর গ্রহণের পর বর্তমানে ব্রিটেনে আইন পেশায় নিয়োজিত আছেন।
শুধু তাই নয়, ব্রিটিশ সিভিল সার্ভিসেও রয়েছে তাঁর পদচারণা। যুক্তরাজ্য সরকারের হিজ মাজেস্টি রেভেনিউ অ্যান্ড কাস্টমস (HMRC) ডিপার্টমেন্টে কাস্টমস অ্যান্ড এক্সসাইজের লিগাল ডিভিশন এ নিয়োগ পাওয়া সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। তাঁর এই কৃতিত্বে গর্বিত হয়েছেন জেলাবাসী। তাঁর অসামান্য কৃতিত্বে গর্বিত এলাকার মানুষ। তাদের মতে তাঁর অর্জনটুকু শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়, বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রয়াস যোগাবে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, সদর উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রেরিত আবেদনের প্রেক্ষিতে যাবতীয় তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে ও সরকারের সঠিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ব্রিটিশ সেনা মাহমুদ শওকত আজাদকে জেলার সরকারি ওয়েবসাইটে অন্যান্য প্রখ্যাত ব্যক্তিবর্গের সাথে তাঁর নাম স্বীকৃতিস্বরূপ অন্তর্ভুক্ত করা হয়েছে।