অস্ত্রের মুখে ৯ তামাক শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে তামাক ক্ষেতের ৯ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোররাতে লামার দুর্গম লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিভাবে অপহৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের পার্শ্ববর্তী ঘরে ঘুমাচ্ছিলেন শ্রমিকেরা। ভোররাতে অস্ত্রধারীরা একটি ঘরে হানা দিয়ে ৯ জনকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে অপহৃতদের উদ্ধারে অভিযান নেমেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ৯ জন শ্রমিক অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, তামাক খেতের শ্রমিকদের কারা অপহরণ করেছে নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র গ্রুপ অপহরণের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে।