মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবু তৈয়ব (৩৫) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের কাছে মিয়ানমারের অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।
তৈয়ব নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, বাংলাদেশ থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন তৈয়ব। ওপার থেকে বিভিন্ন পণ্য ও গরু নিয়ে এপারে আসার সময় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে, খবর পেয়েছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।