হাজতির জন্য জুতার ভেতরে গাঁজা এনে ধরা!

কারাগারে হাজতিকে মিষ্টি বা মজার খাবার নয় দেখতে এসেছেন জুতার ভেতর গাঁজা নিয়ে! কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এমন ঘটনাই ঘটেছে। হাজতিকে জুতার সোলের ভেতর ৩ প্যাকেট গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা খেয়েছন এক যুবক।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজারের বাসিন্দা শান্ত কুমিল্লা কারাগারে আটক হাজতি মোতালেব হোসেনকে দেওয়ার জন্য এক জোড়া চামড়ার জুতা ও পোশাক নিয়ে আসেন। সেগুলো কারা ক্যান্টিনে দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে জমা দেন। এ সময় কারারক্ষী মাসুদের সন্দেহ হলে তিনি অপর কারারক্ষী মো. সানিকে জুতা জোড়া দেখান।
জুতাসহ অভিযুক্ত দর্শনার্থী শান্তকে রিজার্ভ গার্ডে আনা হয়। তার আনা জুতার নিচের অংশ খোলা হয়। এসময় জুতার সোলের থেকে সাদা পলিথিনে মোড়ানা তিন প্যাকেট গাঁজা জব্দ করা হয়।
সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, জুতা নিয়ে দুজন আসেন। একজন পালিয়ে যান। জুতা থেকে ৯১ গ্রাম গাঁজা পাওয়া যায়।
উল্লেখ্য, হাজতি মোতালেব হোসেন মাদক মামলায় কারাগারে আছেন। তাকে আলাদা সেলে রাখা হয়েছে। অভিযুক্ত দর্শনার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।