ফিলিস্তিনের জন্য বিশেষ আয়োজন বাংলা নববর্ষে : সংস্কৃতি উপদেষ্টা

এবারের বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ফিলিস্তিনের জন্য বিশেষ আয়োজন থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের উদ্যোগে বুধবার (৯ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।
সংবাদ সম্মেলনের বলা হয়, এ বছর পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীসহ প্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে। ব্যান্ড মিউজিশিয়ানরা পৃথিবীর শান্তি কামনায়, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সব শিল্পীরা সম্মিলিতভাবে একটি গান গাইবে।
এই শোভাযাত্রায় ঢাকা এবং ঢাকার আশেপাশের সব মিউজিশিয়ানদেরও অংশগ্রহণের আহ্বান জানান ফারুকী। তিনি বলেন, ‘একইসঙ্গে ফিলিস্তিনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধু আমাদের দেশের জন্য শুভকামনা করি, এরচেয়ে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আমাদেরকে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, তার প্রতিবাদ করে ফিলিস্তিনিদের জন্য যেন শান্তি ফিরে আসে এই কামনা করতে হবে। এর মাধ্যমে আমাদের উদার সংস্কৃতি প্রকাশ পাবে।’
এতবড় আয়োজনের উদ্দেশ্য আলোচিত হওয়ার জন্য না উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমাদের উদ্দেশ্যে সাংস্কৃতিক বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে জাতির অন্তরে যে গভীর ক্ষত হয়েছে তা উৎরানো।’
‘৫৪ বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে চাঁদরাতে কোনো অনুষ্ঠান হয়নি, এবার হয়েছে। আগামী বছর সারা দেশে সবগুলো শিল্পকলায় এই অনুষ্ঠান হবে। আবার চৈত্র সংক্রান্তি ও নববর্ষের দুই দিনব্যাপী অনুষ্ঠানে এর পূর্বে ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, সেটা এবার করা হয়েছে। কারণ উৎসবটা বাংলাদেশের, তাই সবার অন্তর্ভুক্তি থাকতে হবে।’
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ব্যান্ড শো। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল শোভাযাত্রা বের করা হবে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো। ১৫ এপ্রিল সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু, বিভিন্ন ব্যান্ড দলের প্রতিনিধি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তারা।