সেনবাগের আ.লীগনেতা মানিক কারাগারে

ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এস এম জাহাঙ্গীর আলম মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১১ এপ্রিল) বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী বলেন, গতকাল আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান জামিন নাকচের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শেখ মো. বাবুল হোসেন নামে এক ব্যক্তি তার নামে থাকা সাড়ে ছয় কাঠা জমি জাহাঙ্গীর আলম মানিকের কাছে বিক্রি করেন। মানিক ওই জমির পাশে আরও তিন কাঠা জমি দখলে নেন। দখল করা জমি উদ্ধারের চেষ্টা করলে মানিক জমির মালিককে বিভিন্নভাবে হুমকি দেন। এ ঘটনায় গত ১২ মার্চ ঢাকার আদালতে মানিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন বাবুল হোসেন। ওই দিন আদালত মামলাটি গ্রহণ করে ৯ এপ্রিল আসামিদের হাজির করার নির্দেশ দেন। সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।