‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে আজ শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এ র্যালি হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান করা হয়েছে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি ঘোষণার পর দলমত নির্বিশেষে এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের ফেসবুক পেজে বলা হয়, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সময় বিকেল ৩টা বলে জানায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ।
এর আগে গত ৯ এপ্রিল এক বার্তায় সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ জানায়, ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫ সম্মেলনে আগত অতিথিদের চলাচলের পথ সুগম করতে ‘মার্চ ফর গাজা’র জনসমাগমের অভিমুখ ‘মানিক মিয়া অ্যাভিনিউ’-এর পরিবর্তে ‘সোহরাওয়ার্দি উদ্যানে’ পরিবর্তন করছি, যেন পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে আগত বিক্ষোভকারীরা স্থান করে নিতে পারেন।’
‘একই দিনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদেরকেও আমরা সকালে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছানোর অনুরোধ রাখছি।’