পদ্মা নদী থেকে শর্তের নিয়ম ভঙ্গ করে বালু উত্তোলন করায় ৮ ড্রেজার জব্দ

শরীয়তপুরে নড়িয়ায় শর্তের নিয়ম ভঙ্গ করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করায় আটটি ড্রেজার মেশিন জব্দ করেছে নড়িয়া উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এই ড্রেজার মেশিনগুলো জব্দ করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নড়িয়া (সার্কেল) এসপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, শর্ত সাপেক্ষে পদ্মা নদীর নড়িয়ার কেদারপুর ও সুরেশ্বর এলাকার নদীর বাম তীরের বালু অপসারণের জন্য নিলাম করা হয়। নিলামকারীরা শর্তের নিয়ম ভঙ্গ করে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন শুরু করেন। তাই সরেজমিনে গিয়ে অভিযান পরিচালনা করে আটটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। জব্দ করা ড্রেজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।