ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শান্তিপুর কুমিল্লা-সিলেট মহাসড়কে কয়লা ভর্তি ট্রাকের সঙ্গে সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও ট্রাকযাত্রী কয়লার মালিক নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার বাসিন্দা আকাশ মিয়া এবং কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাসের (নাইটকোচ) সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা অভিমুখী কয়লা ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকচালক আকাশ মিয়া গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।