জামিন চাইতে গিয়ে কারাগারে গোপালগঞ্জের স্কুলশিক্ষক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রাজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের দেওয়া ৬ সপ্তাহের জামিনের মেয়াদে আত্মসমর্পণ করতে আদালতে উপস্থিত হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক ডক্টর আতোয়ার রহমান। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে সামনের দোকানগুলোতে আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা ও এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরের দিন ৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানার এসআই মো. রাব্বী মোরছালিন বাদী হয়ে টুঙ্গিপাড়ায থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলায় ১০১ জনের নাম উল্লেখ ও ৪০০/৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। শিক্ষক সাইফুল ইসলাম রাজু এ মামলার ৬২ নং আসামি।
সাইফুল টুঙ্গিপাড়া উপজেলার পূর্ব টুঙ্গিপাড়া গ্রামের আইয়ুব আলী মোল্লা ছেলে।
সাইফুলের সহধর্মিণী সামছুন্নাহার লাকী বলেন, আমার স্বামী একজন শিক্ষক। তিনি ক্রীড়াঙ্গনের মানুষ। আমরা দুটো ছেলে মেয়ে নিয়ে প্রায় ১০ বছর গোপালগঞ্জ শহরে বসবাস করছি।
পুলিশের গাড়ি ভাঙচুরের রাতে তিনি গোপালগঞ্জ শহরে অবস্থান করছিলেন। এই মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে। আমি আমার স্বামীর মুক্তির দাবি করছি।