গাজীপুরে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়ায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কালীগঞ্জে বজ্রাঘাতে শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার অজি বাড়ির জামাই। তিনি কালীগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ড বননগর গ্রামের বাসিন্দা।
নিহত শুকুর আলীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ক্ষেতে কাজ করছিলেন শুকুর আলী। এসময় বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামে দুপুরে মাঠ থেকে গরু আনার সময় ইফাজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি আকস্মিক বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।