গাজীপুরে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, ১৩ কোটি টাকার অডিট আপত্তি

গাজীপুরে জেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুদক। ছবি : এনটিভি
গাজীপুরে জেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুদক। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশন অফিসের সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও বিভিন্ন দলিলে অসঙ্গতি দেখতে পান দুদক কর্মকর্তারা।
গাজীপুর জেলা দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ২০১৪ সালের পরে থেকে সাব-রেজিস্ট্রার অফিসে মাত্র একবার অডিট হয়েছে। এই অডিটে ১৩ কোটি টাকার অডিট আপত্তি রয়েছে। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।