কুমিল্লায় রাতভর কুস্তি খেলা, উপভোগ করল সহস্রাধিক দর্শনার্থী

প্রযুক্তির উৎকর্ষতা, মোবাইল গেমের আসক্তিতে হারিয়ে যেতে বসেছে কুস্তি খেলা। তবে এবার পুরোনো সেই আনন্দ ফিরে এসেছে কুমিল্লায়।
বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে টাউনহল মাঠে গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতভর সহস্রাধিক দর্শনার্থী উপভোগ করেছেন কুস্তি খেলা।
নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা আবদুল মতিন বলেন, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। সেখানে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সন্ধ্যার পর কুস্তি খেলা হতো। ধান কাটা ও ধান মারাইয়ের পর সবাই মিলে সন্ধ্যার পর কুস্তি খেলা উপভোগ করতেন। এখন তিনি চাকরি করেন। আগের মতো খেলাও হয় না, দেখাও হয় না। পহেলা বৈশাখের দিন ঘোষণা শুনে বুধবার রাতে টাউনহলে কুস্তি খেলা দেখতে এসেছেন।
আবদুল মতিনের মতো শৈশব-কৈশোরের স্মৃতি রোমন্থন করতে অনেকেই এসেছিলেন কুস্তি খেলা উপভোগ করতে।
আয়োজকেরা বলেন, এখন থেকে প্রতিবছরই টাউন হল মাঠে কুস্তি খেলার আয়োজন হবে। এবার জেলার বিভিন্ন উপজেলা থেকেও কুস্তি খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। মোট অংশগ্রহণকারী ছিলেন ১৫০ জন।
আয়োজকেরা আরও বলেন, এটি কোনো প্রতিযোগিতা ছিল না। খেলায় অংশ নেওয়া সবাইকেই উপহার দেওয়া হয়েছে।
কুস্তি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
পুরস্কার বিতরণের আগে আমিনুর রশীদ বলেন, ‘কুমিল্লা অঞ্চলের কুস্তিগিরদের অনেক সুনাম আছে। এবার বর্ষবরণ উপলক্ষ্যে আমরা চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যের খেলাধুলায় নগরবাসীকে মাতিয়ে রাখতে। বুধবার বিকেলে হা-ডু-ডু খেলা হয়, আর রাতে জমজমাট কুস্তি। সবাই মনভরে উপভোগ করেছে। এটাই আমাদের প্রাপ্তি।’
এ সময় উপস্থিত ছিলেন—কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমীরুজ্জামান আমীর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।