যে সংস্কারে জাতির কল্যাণ সেটিই বিবেচনা করা হবে: সালাহউদ্দিন আহমেদ

যে সংস্কারে জাতির কল্যাণ সেটিই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। দুপুর পৌনে ১টার দিকে বৈঠক শেষ হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে ঐকমত্যে আসার চেষ্টা করা হবে। যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটিই বিবেচনা করা হবে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, স্প্রেড শিটে বিভ্রান্ত সৃষ্টি ও মিসলিড করা হয়েছে, ঐকমত্য কমিশনের সঙ্গে দফা ওয়ারী আলোচনা হচ্ছে। বিএনপি সংস্কার নিয়ে সিরিয়াস বলেই ঐকমত্য তৈরিতে আলোচনা চালাচ্ছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুডিশিয়ারি নিয়ে বিএনপির সংস্কার প্রস্তাব মিসলিড করা হয়েছে। বিচারক নিয়োগের অধ্যাদেশের ক্ষমতাসহ সকল সংস্কার সাংবিধানিকভাবে হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা বিএনপি চায় কিন্তু প্রক্রিয়া যেন সাংবিধানিকভাবে হয়।