মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মূলহোতাসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে (৪৫) হত্যার মূলহোতা নান্টুসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে নওগাঁ সদর উপজেলার রামরায়পুরের আড়পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।
গ্রেপ্তারেরা হলেন—নগরীর তলাইমারি শহীদ মিনার এলাকার নান্টু মিয়া (২৮) ও একই এলাকার খোকন মিয়া (২৮)।
র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ঘটনার পর আসামিরা ভ্যানযোগে নওগাঁর উদ্দেশে রওনা দেন। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তারা আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে আসামিদের মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ। পুলিশ জানায়, তিনিও ঘটনার সঙ্গে জড়িত।
মামলার আসামিরা হলেন—তালাইমারি শহীদ মিনার এলাকার মো. নান্টু মিয়া (২৮), মো. বিশাল (২৮), মো. খোকন মিয়া (২৮), তালাইমারি বাবর আলী রোড এলাকার তাসিন হোসেন (২৫) ও মো. অমি (২৫), মো. নাহিদ (২৫) এবং মো. শিশির (২০)।
উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। স্থানীয় বখাটেদের এ হামলায় সময় আকরাম আলীর ছেলে ইমাম হাসান অনন্তও আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ভর্তির পর আকরাম আলীর মৃত্যু হয়। আকরাম আলী রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং পেশায় বাসচালক ছিলেন।
এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।